কষ্ট
কষ্ট
তুমি নেই ।
সেটাই আমার কষ্ট ।
আমার যন্ত্রণাগুলো
তোমার হৃদয়ের আবেগের স্রোতে
ধুয়ে স্বচ্ছ হয়ে যেতো ;
তাইতো আমার বলার দরকার পড়েনি কখনো
---ভালোবাসি ।
আজ সেই অনুভূতিগুলো ,
আমারই হিয়ায় বিপুল তরঙ্গের আকারে
প্রতিঘাত হয়ে ,
হতাশ করেছে প্রতিক্ষণে ।
(সমাপ্ত)

