STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

কর্মফলই ভাগ্য

কর্মফলই ভাগ্য

1 min
208

Week 18

কর্মফলই ভাগ্য

মানিক চন্দ্র গোস্বামী


সকলেই কর্ম করে, কর্মে জীবন ধারা,

সুকর্ম বা অপকর্ম, বিপরীত চিন্তাধারা। 

নিট ফল শূন্য হয় নিজের ব্যর্থতায়,

অক্ষমতা দোষের নয়, ভাগ্যের দোহাই ।

ভালোবাসায় হতাশা কি নিছক ভাগ্যদোষে,

কাঙ্খিত কিছু হাতছাড়া হয় ভাগ্যের পরিহাসে।

জীবন জুয়াতে জয়ের জোয়ার ভাগ্য যখন সহায়,

পরাজয়ের গ্লানি নিয়ে ভাগ্যকে দোষ জানায়।

জন্মের সাথে বিধাতার দয়ায় ভাগ্য হলো লেখা,

তোমার কর্ম করে যাও তুমি, ভাগ্যের পাবে দেখা।

নিজের ভাগ্য নির্ধারণে নেই ভাগ্যের অবদান,

মনের সাহসে সুকর্ম করো, বাড়বে সন্মান।

উন্নতি বলো, মর্য্যাদা বলো, কর্মের গুনে বাড়ে,

অবনতির সহজ পথে ভাগ্যের দোষ পড়ে।

ভাগ্য হলো বিশ্বাস, যা সফলতা আনে জানি,

অসামর্থ্যের অবসাদকেও ললাট লিখন মানি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics