কিস্তিমাত
কিস্তিমাত
গজ ঘোটকের যুগলবন্দী মন্ত্রী নিজেই কাত,
এই বুঝি যায় রাজার পরাণ দারুন সংঘাত ।
আম সেনারা একে একে মরছে লড়াই করে ,
রাজপ্রাসাদে রাজামশাই একলা গুমরে মরে ।
বোড়ের ফলায় ছিন্নভিন্ন উলুখাগড়ার দল ,
বাগড়া ছিল মন্ত্রীমশাই বেমালুম অসফল ।
শর্ত ছিল মর্ত্যধামে আনতে সুখ ও শান্তি,
লড়াই করে জিতবে বলে মনের ভুল ভ্রান্তি ।
সাধ আছে তো সাধ্য নেই জিততে মহারণ,
পুড়ল যতেক ঘরবাড়ি আর প্রেমের বৃন্দাবন।
জীবন কোন খেলা নয়; তাস পাশা বা দাবা,
যখন তখন পড়তে পারে আশি সিক্কার থাবা।
ময়দানের ওই ময়দানবে করবে কি চিৎ হাত ,
করলে ভালো ; না করলেই আসল কিস্তিমাত।
