STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Romance Fantasy

খোলা চুল

খোলা চুল

1 min
290

তোমার ঐ খোলা চুলে

বরষা নাচিছে দুলে

শ্রাবণের ফুলে ফুলে

দিতে মধু হার মানে না ।

আমার সামান্য ভুলে

আঁখি ধার কূলে কূলে

ছেপে যায় কোন অকুলে

কাল তো কারো ধার ধারে না ।

তোমার ঐ খোলা চুলে

সঁপেছি পরাণ খুলে

মেঘেরা আঁচল তুলে

বৃষ্টি আনে গানে গানে মন মানে না ।

পাহাড়ের চূড়ে চূড়ে

মেঘেদের আঁচল উড়ে,

আমার এ ' মনটি জুড়ে

আকাশ ফুঁড়ে বাজ হানে না ।

শ্যামলা বোনেদের বনে ,

কাকলি কূজনের সনে ,

খোলা চুলে আপন মনে

ক্ষণে ক্ষণে চুলোচুলি আর করে না ।

তোমার ঐ খোলা চুলে -

কাঁপুনি দোদুল দুলে ,

বুনো ওল টক তেঁতুলে আর মরে না ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy