খোকার হাসি
খোকার হাসি
খোকন সোনার মধুর হাসি
ফোকলা মুখে ঝরে,
চাঁদের হাসি হার মেনে লয়
খোকার হাসির তোড়ে।
গাছের ডালে ফুলের হাসি
শিউলি, টগর, পলাশ,
মুগ্ধ করা খোকার হাসি
পরানের উচ্ছ্বাস।
পথের পাশে সবুজ হাসে,
বাতাসের সুড়সুড়ি,
অনাবিল হাসি খোকন হাসে
ভরে ওঠে অন্তরই।
দোয়েল, ফিঙে, ময়না, টিয়ে,
ছড়ায় হাসি ঠোঁটে,
খোকন সোনার মুখের হাসি
ভোরের আলোয় ফোঁটে।
জলাশয়ের ছোট্ট ঢেউয়ে
শাপলা ফুলের হাসি,
মনের গভীরে দাগ রেখে যায়
খোকনের হাসিরাশি।
খোকন সোনার খেলার পুতুল,
মুখ ভরা তার হাসি,
আকাশ পানে তাকিয়ে দেখ,
জোছন ভরা শশী।
হাসির হাটে সবাই হাসে,
হাসতে নেইকো মানা,
হাসির মঞ্চে খুঁজলে পাবেনা,
রামগরুড়ের ছানা।
