STORYMIRROR

Mausumi Pramanik

Romance Tragedy

2  

Mausumi Pramanik

Romance Tragedy

কেনো এসেছিলিস

কেনো এসেছিলিস

1 min
1.1K


কেনো যে এসেছিলিস?

কেনোই বা ভালোবেসেছিলিস…

সে এক গভীর রহস্য

আজও তার কিনারা হলো না!

বলেছি তো অনেক কিছুই

তবুও না বলা থেকে গেল যা

বলি বলি করে তা বলাই হলো না!

 

তোর প্রেমে কি ছিল বলতো?

যা এখনো ভুলে যাওয়া হয় নি

তোর চুলের গন্ধ, তোর শরীরের গন্ধ

পেয়েও যা হারিয়ে গেছে

খুঁজি খুঁজি করে খোঁজাই যে হয় নি!

 

আমার চোখের গভীরে তুই ডুবেছিলিস…

তোর চোখের দিকে তাকিয়ে আমি রং মেখেছিলাম…

আমার বুকের ধুকপুকানি তোর হৃদয় ছুঁয়েছিল…

তোর গরম নিশ্বাসে আমার বরফ-মন গলেছিল…

তোর ঠোঁটের উষ্ণতা আমার ঠোঁটের লালিমা

তবু সে মাদকতায় মাতাল হওয়া হলো না!

মরি মরি করে ভালোবেসে মরা’ই আর হলো না!

 

কবে যে চলে গেলি অন্তরালে

স্বপ্নের সে নাও আর বাওয়াই হলো না!

তোকে “ভালোবাসি” বলেছিলাম

তুইও তো “ভালোবাসি”বলেছিলিস,

তবুও ভালো একটা বাসা বানানো হল না

বাঁধি বাঁধি করে ঘর বাঁধাই যে হলো না!


Rate this content
Log in

Similar bengali poem from Romance