Debashis Bhattacharya

Fantasy

3.9  

Debashis Bhattacharya

Fantasy

কবিগুরু লহো প্রণাম

কবিগুরু লহো প্রণাম

1 min
446


(আজ রাত তিনটের সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধুর স্বপ্ন দেখার পর কলম নিয়ে বসে কবিতাটা লিখি তাঁকে শ্রদ্ধাঞ্জলি দিতে )


কবিগুরু লহো প্রণাম 

ধরা দাও, ধরা দাও মোরে

আমি যে দাঁড়ায়ে তোমারি দ্বারে -

আমার প্রাণের নিভৃতে বসে 

তুমি গেয়ে গেলে গান 

কেউ শুনেনি, কেউ জানেনি সে গান 

এ কি ব্যাথিতেরই করুন কান্না 

না কি স্রষ্টার একটু ছলা-কলা 

বারে বারে ধ্বনিত-প্রতিধ্বনিত হয়ে 

ফিরে ফিরে আসে মম মন মাঝারে 

কহে ব্যাথিতেরই ইতিকথা  

না পাওয়ারই গ্লানি 

ধরবে বলে, পাবে বলে ধরায়

দিবস-রজনী খেয়া বয় যমুনায় 

গভীর নিশীথে তারার মাঝে 

উঁকি দেয়, কহে রাঙিয়ে দিয়ে 

আমি যে রবি রয়ে গেছি আকাশে ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy