কাঠের ফাঁদ
কাঠের ফাঁদ
এই তুই কে রে, জেরি তো না, বাসা বাঁধলি কখন?
হতে পারিস ধেরি, অথবা বিচকুনের বন্ধু পিচকুন।
তোদের জন্যে জানালা গুলো কি,
রাখতে পারবোনা খোলা একটুও রাতে !
উত্তরের ঐ জানালা দিয়েই ____
দেখেছি তো আমি তোকে বেরোতে।
প্রথমে তো ভেবেছিলাম বড় সড় এক ছুঁচো___
কিন্তু না____ ইয়া বড় লেজ তো ছুঁচোর হয় না।
যখন ইচ্ছে ঢুকছিস বেরোচ্ছিস, ইয়ার্কি পেয়েছিস?
আমার রাতের সাধের ঘুমের বারোটা বাজাচ্ছিস।
সারারাত খুটখাট, কত কাজ যেন করছিস !
তাও যায় মানা খাবার জিনিস খেলে,
কিন্তু দরজার কোনা দুটো তুই খেলি কি বলে ?
আম কাঠালের বদলে গামারি কাঠের দরজা
বলেই বোধহয় এমন সুযোগ পেলি !
ঘাট হয়েছে মানছি এই নরম কাঠটা দরজায় দেয়া,
কিন্তু এগুলোই ছিল দত্তবাবুর কাছে, তাই তো নেয়া।
সামনে ছিল যে ওনার মেয়ের বিয়ে,
টাকার তখন খুব জরুরী দরকার।
আমাদের দরজা জানালার কাজগুলো পেলে,
হয় যে তখন ওনাদের কিছুটা উপকার !
ব্যবহার করতে গিয়ে হালকা বলে ভালো ই লাগে,
কিন্তু তোদেরও যে চিবোতে ভালো লাগে,
সে কথা কে জানতো আগে?
গত দু বছর আগেও বেড়েছিলো তোদের উৎপাত,
তিনটে বড় নাইলন প্লাস্টিক জারের গোলাপী ঢাকনা,
করেছিলিস তোরা নিঃশব্দে উদরসাৎ !
ওহো থুড়ি, খাসনি তো, করেছিলিস শুধুই কুঁচি কুঁচি,
তোদের ওপর যে রাগ করি,সে কি এমনি মিছিমিছি?
তোদের জন্যে তাই কিনতে হয়েছে কাঠের ফাঁদ,
ধরা পড়ে গেলে আবার দূরে ছেড়ে আসতে হয়!
কাছাকাছি ছাড়লে তো আবার ফিরে আসিস,
এতটাই তোরা নির্লজ্জ ও বজ্জাত !
