জন্মদিনে কবি নজরুল
জন্মদিনে কবি নজরুল


জন্মদিনে কবি নজরুল
শ্যামবর্ণ মেঘে ঢাকা ভোরের আকাশে,
গাছের মাথায় পাতার মৃদুছন্দে নৃত্যে;
বুলবুল কবি তোমায় মনে করি প্রভাতে।
একটু পরেই রবি ছড়াবে সোনার কিরণ,
তোমার মাথাতে, অমর রহো আর্শীবাদে;
কচিকাঁচা সব দেবে ফুল তোমার ফটোতে।
এমনি করেই, বছর বছর তোমায় পূজিব,
আপামোর বাঙালী জনম দিনে জনমে মরণে;
অগনিবীণা বাজিয়ে তুমি রবে মোদের হৃদয়ে।
সব ভেদাভেদ ভুলি, আমরা রব কাছাকাছি,
তোমার আদর্শে বুক ভোরে হবো আগুয়ান;
আছি যত আবাল-পোড়খাওয়া-ন-জোয়ান।