STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

4  

Nityananda Banerjee

Classics Fantasy Inspirational

জন্মদিন

জন্মদিন

1 min
344

নাম না জানা বাউণ্ডুলে এক ছেলে ,

নেই ঠিকানা এক্কেবারে চালচুলোহীন,

স্বপ্ন দেখে যখন হঠাৎ ঘুমটি ভেঙে গেলে,

লাফিয়ে উঠে নাচে তার আজকে জন্মদিন।

ছোটবেলায় অনাথ হয়ে ইষ্টিশনের ধারে,

পড়ত ঢুকে ঝুপড়ি তলায় যে ছিল অতি দীন,

গড়পড়তায় আনাজপাতি দিত খরিদ্দারে,

বলত মুখে উপহার নাও ' আমার জন্মদিন ' ।

আর কোনদিন পাইনি দেখা ভবঘুরে ছেলের,

খোঁজ রাখিনি ব্যস্ত বলে ; পাবার আশাও ক্ষীণ,

যাযাবরের মত ঘুরি; জমিটাই তো রেলের ,

পিছন থেকে ওই কে ডাকে ' আমার জন্মদিন '।

একদিন কি খেয়াল এল সাজিয়ে নিলাম ঘর,

ফুল বেলুনে ছোট্ট কুটির; একটি যেন কেবিন ,

পরমান্ন ভোগ সাজিয়ে পূজো দেবার পর,

সামনে দেখি সেই ছেলেটি ; যার জন্মদিন ।

আদর করে বসিয়ে রেখে প্রসাদ মুখে দিতেই,

হাওয়া হয়ে গেল উবে , মন করে উদাসীন,

কেবিন ফাঁকা জমীন ফাঁকা ,কেউ কোত্থাও নেই,

প্রসাদ খেয়েই গেল চলে যার আজ জন্মদিন।

যখন সবে হয়েছি বুড়ো ; ষাটটি বছর পরে,

শয্যাপরে জরাগ্রস্ত যেন আরেখ আলাদিন,

এলেন বাবু কত উপহার নিজের হাতে ধরে,

বললে আমায় - ' হে প্রাণাধিক, শুভ জন্মদিন ' ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics