জাগ্রত সৈনিক
জাগ্রত সৈনিক


হে বীর সৈনিক,
তোমার অমিত বিক্রম, শৌর্য-কীর্তি
সূর্য-কিরণ সম দীপ্তি
কণ্ঠে তোমার গম্ভীর নাদ
আকাশে-বাতাসে মুখরিত প্রাণ
কহিতেছে বারবার
ভারতমাতার মর্যাদা কভু
হবে নাকো ক্ষীয়মান |
বজ্রবাহুতে রাখিবো ধরিয়া
লুন্ঠিত কভু হবে না ঝান্ডা
আঘাত যতই আসুক সমরে
দলিব তাহারে পদতলে
দিগ্-দিগন্তে হইবে ধ্বনিত
ভারতমাতার সন্তান মোরা
শত্রু দেখিয়া হই নাকো ভীত
দেশের জন্য সোঁপেছি এ প্রাণ
দিয়ে জীবনেরে দান |
তোমারি বক্ষে নিয়াছি জন্ম
তোমাতে সোঁপেছি জীবনাদর্শ
তুমিই যে মোর স্বর্গরাজ্য
তুমি মোর বিধাতা
তোমারি বন্দেমাতরম স্তবে
হলো প্রান সঞ্চার
জন্ম-জন্ম পাই যেন আমি
তোমারি বক্ষে স্থান |
আমি দুঃসাহসী, আমি অজেয়
তোপের সম্মুখে অগ্নি-ব্রহ্মা
মিসইলের গতি স্তব্ধকারী
আমি দধীচির অস্থি,
ভীরুতাকে করি পদানত সদা
শত্রুরে সংহার
অতন্দ্র প্রহরী সৈনিক আমি
ভারতবাসীর ত্রাণ |
আমার দেশের মাটি যে মা
বিশ্ব শান্তির ধাম
সেই মাটিকেই জানাই স্যালুট দিয়ে তন্, মন আর প্রাণ|