STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

জাগো নারী

জাগো নারী

1 min
294


জেগে ওঠার সময় হয়েছে নারী,

পাঁচিল তোলা বন্ধ ঘরের বন্দি জীবন ছাড়ি।

বীরদর্পে এগিয়ে এসে করো অন্যায় প্রতিহত

মহীয়সীর প্রতিবাদী রূপ হয়ে যাক জাগরিত।

নিষ্পেষণ, নিপীড়নের দিন হয়ে যাক অতীত,

ভোগ্য পণ্যের তকমা সরিয়ে মহিমায় করো প্রতীত।

খাঁচার পাখি মুক্তাকাশে মেলে দিক তার ডানা,

অতীতের আস্তাবলে গুমরে মরা মানা।

প্রাচীন হবে কলঙ্কে মোড়া ব্যর্থতারই ব্যাথা,

পরাধীনতার গ্লানি বয়ে কেন মুখ লুকানোর প্রথা।

হতাশা নয়, সাহসী মনে রেখো নাকো আফশোস,

রুদ্র রূপে প্রকাশিত হোক অন্তরেরই রোষ।

পুরুষ তোমায় বিবস্ত্র করেছে মহাভারতের যুগে,

আপন গরিমা মাটিতে মিশেছে, কলঙ্কের ছোঁয়া লেগে।

অনেক সয়েছো লাঞ্ছনা আর নির্যাতনের ধারা,

মনের জোরে শপথ নিও কেমনে ভাঙবে কারা।

বিপণনের দ্রব্য নহে আর, এ কথা মাথায় রেখো,

বাধাহীন ভাবে এগিয়ে এসে সমাজ গঠনে থেকো।

পুরুষ শাসিত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ো,

দর্প, গরিমা চূর্ণ করে জয়ের পতাকা ধরো।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational