STORYMIRROR

Paula Bhowmik

Tragedy Inspirational

3  

Paula Bhowmik

Tragedy Inspirational

ইতিহাস

ইতিহাস

1 min
190

ইতিহাস, তোমার মুখ কখনও দেখিনি আমি,

তক্ষশীলা, চানক্য, চন্দ্রগুপ্ত মৌর্য অথবা পানিনি।

কত রাজা এলো গেল, রাজ্য কতই হাম্পি, বাহমনী!

যুদ্ধে কত প্রাণ চলে গেছে বা সন্ধিতে হয়েছে বিবাহ, 

ইতিহাসকে পেছনে ফেলে সময় এগিয়েছে অহরহ। 

সাতবাহনের সাতকর্নি শক পরাজিত করে শকারি, 

তাই বলে শকেরা ভিতু, এ কথা কি করে মনে করি। 

সোমনাথ মন্দিরের সোনা মানিকের লোভে বারবার, 

হিরে জহরত লুন্ঠন করতে এসেছিল ঐ শাহ নাদির। 

বিজয়নগর যদিও হারিয়েছে তবু মনে রয়ে গেছে, 

কৃষ্ণ দেব রায়ের কথা, আজও স্মৃতি হয়ে আছে। 

মানব সভ্যতার সিঁড়ি বেয়ে পেছনে ফিরে হই অবাক, 

আফ্রিকা মানুষ তৈরির আতুর ঘর! আমি হতবাক। 

আফ্রিকার মানুষেরা কি রোদেই হয়েছিলো কালো!

ওরাই সাদা বরফের দেশে এসে পেলো এতো আলো। 

নাক বোচা, নাক খাড়া এসব নাকি জিনের বিকাশ,

মিউটেশনের প্রভাব,পরিবেশে নেই জানার অবকাশ। 

খনন এখনও বাকি আছে, জানা বাকি কত ইতিহাস, 

কোথায় চলে গেলেন আমাদের বন্দ্যো রাখালদাস। 

কিছু বই পড়তে গিয়ে যেন সেসব যুগে চলে যাই, 

স্মৃতির পরতে কল্পনায় যদি তোমায় একটু ছুঁতে পাই। 

মুর্শিদাবাদের নবাব সিরাজ আজও স্বপ্নে হানা দেয়, 

অত্যাচার আর বিশ্বাসঘাতকতার কথা বলতে চায়। 

বয়ে চলা ভাগীরথীর জল একঘেয়ে সুরে বয়ে যায়, 

খোসবাগে নবাবের রুহ্ কি করে শান্তিতে ঘুমায় ! 

সত্য ঘটনা কেন যে লোকেরা ধামা চাপা দিতে চায়, 

সে সব কথা স্হান পায়না তো ইতিহাসের পাতায়। 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy