STORYMIRROR

Darshan Sahoo

Tragedy

4  

Darshan Sahoo

Tragedy

অঘোরে ঘুমিয়ে বিবেক

অঘোরে ঘুমিয়ে বিবেক

1 min
401

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিটা প্রাণ

আজো তবু ভাঙেনি ভুল

বাগিচায় ফোটেনি ফুল

জন্ম নেয়নি চেতনা।

আজও বর্বর দুচোখে হিংসা-ক্ষুধা,

আজও ধর্ষক মাস্ক এঁটে নেমে পড়ে রাস্তায়।

আজও তৃষ্ণার্ত অগ্নেয়াস্ত্র খোঁজে রক্ত।

হটসিটগুলো আজও বনবন করে ঘুরছে

কামড়ে ধরছে মানুষের পায়ে পিঠে ঘাড়ে।

আজও বাক্যবাগীশ ঠোঁটে ভাষণের অগ্নুৎপাত।

আজও নাট্যশালা জুড়ে সেই মিথ্যা কান্না হাসি,

মৃত প্রতিশ্রুতি, আর ঘুম পাড়ানি গান।

মড়কের দংশনে পৃথিবী আধমরা তবু

আজও চলছে স্বার্থের ম্যারাথন।

প্রখর রৌদ্রে শহর মরুভূমি

তবু আজও ভাঙেনি শীতঘুম....

চেতনা, বিবেক, আর মনুষ্যত্বের।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy