STORYMIRROR

Darshan Sahoo

Fantasy

3  

Darshan Sahoo

Fantasy

বৈচিত্রধারী

বৈচিত্রধারী

1 min
18.2K


সাদার আছে সাতটি রং

আমার আছে বহু,

কখনো আমি সাধু আবার

কখনো কখনো রাহু।

পারবেনাতো ধরতে আমায়

কোনটা আসল রূপ,

বিকৃত দেহটা স্বর্ণ-মলাটে মুড়ে

আমি জ্বালিয়ে রেখেছি ধুপ।

আমার মাঝেই আছেন যে দেব

আমার মাঝেই অসুর,

কখনো আমি মাটির মানুষ

আবার কখনো ধ্বংসের নেশায় চুর।

আমিই দাতা কর্ণ জেনো

আমিই রক্ত চোষা জোঁক, 

পিশাচি দাঁতগুলো ওঠে জেগে

যখন চড়ে বসে শয়তানি ঝোঁক।

প্রাণ ফিরিয়ে দিতেও যেমন পারি

তেমন নিতেও নাহি ছাড়ি,

বড়ো বিচিত্র চরিত্র আমার

আমিই তো সেই মানব জাতি।

টাকার পাগল করা গন্ধ-টানে

সহস্র খুন করতে যেমন পারি,

নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে

আমি বাঁধতেও তেমন জানি।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy