STORYMIRROR

Darshan Sahoo

Others

3  

Darshan Sahoo

Others

প্রণাম নিও হে ঈশ্বর

প্রণাম নিও হে ঈশ্বর

1 min
455

আমি বরাবরই বলে গেছি 

মাটি আর পাথরের মূর্তিতে নয় 

বরং রক্ত মাংসে গড়া ঈশ্বরে আমি বিশ্বাসী।

নারীর চোখে আমি খুঁজি লক্ষ্মীর ঔজ্জ্বল্য 

আর পুরুষের তর্জনীতে নারায়নের অস্তিত্ব।


আমার পৃথিবী ভালো নেই,

নিশ্বাসে বিষ, চলছে অসুরের রাজ।

দেবতারা বুঝি আজ ভুলে গেছে রণকৌশল

নয়তবা হার মেনে ঘুমিয়ে পড়েছে যে যার,

ঘুমাক কত ঘুমাবে।

মহাদেবের নেশা নাই ভাঙুক...

কিছু যায় আসেনা তাতে

আসল দেবতারা নেমে পড়েছে ময়দানে,

শুরু হয়েছে প্রবল যুদ্ধ।

প্রাণের পরোয়া... ওরা করেনা।।


*****************************

হে ঈশ্বর, হে যোদ্ধা, হে পরিজন....

আমরা ভালো রব তোমাদের আশীর্বাদে

তোমরাও ভালো থেকো সব...

এই অন্ধ পৃথিবী আবার আলো দেখবে

তোমাদের হাত ধরে।



Rate this content
Log in