হৃদয় কথা
হৃদয় কথা
আমায় গোলাপ দিয়েছিলে,
কেনো বলো তো?
ভালোবেসে নাকি মন্দবেসে-
কি ছিল, তোমার অভিসন্ধি
তা আজও জানা হলো না।
আমায় গোলাপ দিয়েছিলে,
রক্ত লাল রাঙা-
মসৃণ নরম পাপড়ি-গুলো,
এক একটি আদুরে সজীবতা পূর্ণ
কিন্তু তাতেই ছিল কাঁটার আঘাত।
আমায় গোলাপ দিয়েছিলে,
আমি তা নিয়েও ছিলাম;
ডাইরির পাতার ফাঁকে রয়েছে-
চিরস্থায়ী সজ্জিত ভালোবাসা
শুকনো রক্তের দাগ হয়ে।