হে স্বদেশ
হে স্বদেশ


হে স্বদেশ,
আমি আবার এসেছি ফিরে
মহাবিশ্বে ,যত মৃত্যু বাধন ছিঁড়ে!
এনেছি সওগাত
নব সূচনার , ফের এই সিন্ধু তীরে।
হেরে গেছি জানি
বাঁচতে একাকি, হাজার লোকের ভিড়ে!
মুক্ত আকাশ
মুক্ত সবই, একা বদ্ধ আমি এ নীড়ে!
হে স্বদেশ,
আজ শিকল মুক্তি চাই,
বিদ্রোহী মাসে তাই আমি ফের বিদ্রোহী গান গাই।
পুড়েছে সপ্ন,
পুড়েছি আমিও , পড়ে একাকিত্তের ছাই!
দেখি প্রতিদিন,
ওঠে চাঁদ ,ঘোরে যমরাজ্যের স্পাই!
যেন মৃত্যু,
কেড়েছে শক্তি, আর বিদ্রোহ কিছু নাই।
হে স্বদেশ,
ওই ধ্বংসের আগমনী সুর
ভেসে যায়,না জা
নি আরও কত বহুদূর।
ক্লান্ত !,
জানি তবু বিশ্ব হেথায় বিশ্বাসে ভরপুর!
হেথা সমাজ,
আজ দেগেছে কামান , জনহীন মহীশুর!
যেন নিষ্ঠুর
আজ নিষ্ঠুর, প্রিয় মুক্তিও নিষ্ঠুর !
হে স্বদেশ,
আমি নির্দয় ,
আমি শিবের বংশধর!
আমি একাই পথিক,
জেনে তবু পথে, করি নাক নির্ভর।
মোরা এক ,
তবু পর, খুঁজি সুপ্ত স্বয়ম্ভর।
মোরা অপরাজেয় ,
শঙ্কর, জাগি হাজার বছর পর।
মোরা রক্তিম,
মোরা মহাজগতে রঙের সওদাগর।
যত সাইক্লোন,
যত সুনামির মোরা অন্তিম সহোদর।
হে স্বদেশ
আমি প্রস্থর আজও চির অবিনশ্বর!