চীনাদের প্রতি
চীনাদের প্রতি


জানি দুর্বল মোরা ভারতীয় ,
তাই মৃত্যু মোদের আরও প্রিয়।
মোরা করিনা কখনও যুদ্ধ,
মোরা শান্তি প্রেমিক বুদ্ধ!
মোরা একহাতে জ্বালি শান্তি প্রদীপ,
আর হাতে করি শুদ্ধ।
মোরা এই বিশ্বের ছলাকলা যত,
সব করিয়াছি রুদ্ধ।
তবে শান্তির বানী দূরে রাখিয়াছি,
আজকে মোরাও ক্রুদ্ধ!
মোরা স্বদেশ প্রেমিক ক্ষুদিরাম,
তাই রক্তেই মোরা শুধি দাম ।
তবু তলোয়ার হাতে কাঁদে অন্তর,
শত্রুরে শুধু ভাবি নর!
মোরা কূল জাতি হীন ব্রাহ্মন,
মোরা রামচন্দ্রের সহোদর।
শত ড্রাগনেরে রাখি পদতলে,
মোরা ভাষাহীন বুনো বর্বর।
মোরা করে যাব ,ঠিক ধ্বংস
তোদের সুঠম বাহির অন্দর!
মোরা বিশ্বাসঘাতী সৈনিক,
তাই লুকায়ে বেড়াই দৈনিক,
ভাই নেইকো মোদের কোনও হুঙ্কার,
নেই ঘর চূলো সংসার।
মোরা লক্ষ্মীছাড়ার দল যত সব,
রাখিনা কোনও অ'-লংকার।
মোরা অপয়া, অচলা, চঞ্চল,
যাহা পাই ছিঁড়ে করি ছারখার।
তাই ভেবনা আমরা কাপুরুষ
বলে পরাজিত হব বারবার!
জানি তোমরা চীনারা বড় আগ্রাসী,
রক্তের লোভে চির সন্ত্রাসী,
চির বিসাক্ত হস্ত
যে তাই জন্মেই দেখি মস্ত!
তবে জেনে রাখ ওই সূর্য তোমার,
এইবার যাবে অস্ত।
মোরা এই দু হাতে করে যাব তোরে
ভয়ে ভীত সন্ত্রস্ত।
মোরা দেখাব এবার কাঙাল যাতনা
করব বিপর্যস্ত!
মোরা অস্থি বিহীন কঙ্কাল,
মোরা ধ্বংসের তরে কাটি খাল।
মোরা পৌষের পরে অঘ্রান।
মোরা মৃত্যুর দ্বারে দিই রান।
জানি কেড়েছিস তোরা লুকায়ে,
ওই লাদাখে বিশটি তাজা প্রান!
দেখ ভেবে দেখ যদি না হারি আমরা
কেমনে এবার পাবি ত্রান?
মোরা গরলে মাতাল মহাদেব
আজ পেয়েছি বিষের আঘ্রান।
জানে ওই পরজীবী চীনারা
কত ছল, নেই তার কিনারা।
আজ মাতৃগর্ভে হানে লাত,
হানে মস্তকে তার শত ঘাত।
গেছে ভুলে গেছে জানি সততা,
তাই এনেছে কুটিল সওগাত;
ওরা ভুলে গেছে জানি ধর্ম ওদের
লিখেছে মোদের এই হাত!
তাই সীমানা ঘেঁসেই বসেছে আবার
কষেছে মৃত্যু দিনরাত!
তবে আমরাও আর শিশু নই,
নই বাষট্টি বা সাতানব্বই!
মোরা নিয়েছি জটিল শিক্ষা,
তাই দেখো মাগছি না আর ভিক্ষা।
মোদের শিরায় চলে না রক্ত ,
চলে হাজার শত সমীক্ষা!
মোরা দেখরে ধরেছি তলোয়ার
আর নয়রে কোনও প্রতিক্ষা!
এদেশ মোদের বুদ্ধের দেশ,
তাই তোরে ,
ফের দিয়ে যাব দীক্ষা!