দ্বীপান্তরের বন্দী
দ্বীপান্তরের বন্দী
বলো
বলো বলো বলো বন্ধুরা সব
মোরা মুক্তির শেষ কলরব
কাউরে করিনা পরোয়া
সৌ-জন্যের বোধে কভুও-
মোরা পরকে মানি না ঘরোয়া
মোরা মৃত্যুর মাঝে ঝঞ্ঝা তুফান
যারে পাই করি ভেঙে খান খান
মোরা নিসুপ্ত দরিয়া
মোরা বেদের রাজ্যে সর্প শাবক
মাটির গর্ভ ভরিয়া
মোরা এক লাফে করি তেরো নদী পার
বসন্তে যাই ঝরিয়া
মোরা বীর;মোরা যৌবন
মোরা শান্তির লাগি মরিয়া।
মোরা
থর থর থর কাঁপিনা কভুও
যত লাগে ভূমিকম্প
মোরা তীব্র তীক্ষ্ণ চঞ্চল
করিনা -
বৃথার লম্ফ ঝম্প!
মোরা হাতে হাত ধরি যুক্তির তরে ,
ধ্বংসের লাগি তলোয়ার
মোরা শিল্পীর দেশে দেওয়ান ই খাজ
প্রান বাঁশরীর ঝঙ্কার!
মোরা
কল কল কল শান্তির ধারা
তপ্তরে করি শান্ত
মোরা ছদ্দবেশির বিভীষণে করি
অনাদরে দিক ভ্রান্ত।
কেন:
তবু হায় মোরা পরাজিত?
মোরা লাঞ্ছিত পদদলিত
কেন দিকে দিকে শুনি গুঞ্জন
মোরা জীর্ণ জর্জরিত!
ওই
শোন তবে ওঠে হুঙ্কার,
ওই কারার প্রাচীর ভেদিয়া!
আসে ছুটে ওই বুঝি
ওরা সব যেন স্বর্গ মর্ত ছেদিয়া।
মোর কানে বাজে তাই মুক্তির
কোন অজানা বাঁশির শব্দ
বুঝি ভাঙে ওই শত কারাগার
ভাঙে রাত্রির নিস্তব্ধ!
