STORYMIRROR

Nityananda Banerjee

Classics Fantasy

4  

Nityananda Banerjee

Classics Fantasy

হাতে হাত রেখে

হাতে হাত রেখে

1 min
275

পারবে ? আমার হাতে হাত রেখে চলতে ?

আমি একটু অন্যরকম - চাই না তা' বলতে ।

পথের কুকুরগুলো ছোঁক ছোঁক করে ডাস্টবিনে,

আমিও খুঁজে বেড়াই কিছু - পথের কাঁটা চিনে।

তফাৎ একটাই - ওরা খোঁজে পেটের রসদ ,

আমিও পেটের; তবে তা' জীবনেরই মকসদ ।

পারবে কি হাতে হাত রেখে পায়ে পায়ে চলতে ?

পারবে না জানি ; তবু দোষ কোথায় বলতে ?

একদিন পৌঁছে যাব আমার নির্দিষ্ট গন্তব্যে ,

রেখে যাব হাতে গড়া দুনিয়া তোমাদের মন্তব্যে।

নর্দমার ঢাল বেয়ে, আস্তাকুঁড় খুঁজে নেব সবই,

শকুনের চোখ দিয়ে দেখবে তা তোমাদেরই রবি।

ভাগাড়ে, শ্মশানে আর কবরের আঁধার মাটিতে,

জীবনের যা কিছু ভরা থাকে ব্যর্থতার খুঁটিনাটিতে ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics