STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

হানিমুনে

হানিমুনে

1 min
208

নিখাদ স্মৃতি চারটি দশক আগের ;

বুকের মাঝে এখনো দেয় দোলা,

অন্তিম চাঁদ সেই যামিনী ভাগের ;

ছিল নির্মল; আকাশ ছিল খোলা ।


শীতের ভোরে স্বপ্নেরা আসে ধেয়ে ;

চলেছি কোথায় চাঁদের মধু কুঞ্জে,

বাসর জাগানো জলসার গান গেয়ে ;

তুমি এসেছিলে আমার হৃদয় কুঞ্জে ।


শুরু হয়েছিল মধুচন্দ্রিমা ভাবনা;

পকেটে ছিল বেকারত্বের ইতিহাস,

উন্মনা মন বোঝেনি সেই যাতনা ;

বুকের ভিতর স্বপ্নেরা করে উপবাস ।


নিদেন সে কোন যৌবন উচ্ছ্বাসে ;

সেদিন রাতে এসেছ আমার দ্বারে,

হানিমুন- সে তো স্বপ্নেও ভেসে আসে ;

মেঘেরা যেমন আকাশের বুকে ভাসে ।


পুরুষ হৃদয় সেদিন যায়নি হেরে ;

নিষ্ফলা মেঘ গর্জে বৃষ্টিবিনে,

বেঁধেছে আমায় সাতটি পাকের ফেরে ;

পাশা উল্টে যাব এক হানিমুনে ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy