STORYMIRROR

Nityananda Banerjee

Inspirational Others

3  

Nityananda Banerjee

Inspirational Others

গুপ্তচর

গুপ্তচর

1 min
211


নাম শুনলেই কাঁপুনি ধরে ;

শরীর ভিজে ঘামে,

মাথা ঘুরে বেহুঁশ জ্বরে ;

শুধু একটি নামে ।

দেখতে শুনতে টিকটিকি যেন ;

পায়ে আলোর গতি,

তোমার আমার বন্ধুরা কেন ;

এরূপ অসৎ মতি !

কষ্ট করে কেষ্ট লভি ;

গায়ে গতরে খেটে,

মনের ভিতর অসৎ লোভী

জন্তুরা বড় বেঁটে ।

বন্ধু সেজে ঢোকে ঘরে ;

কথায় ভেজায় চিঁড়ে,

কালে অকালে দোরটি ধরে ;

প্রবেশ করে নীড়ে ।

কাজের ফাঁকে একটু আরাম ;

একটু দেয়া নেয়া ,

সবার চেয়ে ভীষণ হারাম ;

মায়াময় সেই খেয়া ।

বন্ধু সেজে বিপদ যখন ;

ঘণিয়ে আসে দোরে,

করার কিছু থাকেনা তখন ;

মান যায় বেঘোরে ।

কত না শান্ত টিকটিকিগুলো ;

ভিজে বেড়ালের মত,

বরাবর থাকে বাড়িয়ে নুলো ;

পিছোয় না অন্তত ।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational