গোলাপের আত্মকথা
গোলাপের আত্মকথা
পরিবারটা আমাদের বেশ বড়ো,
সাদা-লাল-কালো-হলুদ আমরা সবাই ভাই ভাই;
আমাদের মধ্যে বিভেদ নাই কোন।
আমরা সবাই গোলাপের বংশ,
জাতি-ধর্ম-রূপ-রস-গন্ধ সব দিক থেকে আমরা এক;
মনের আনন্দে বিলায় সর্বাংশ।
কিন্তু, তোমরা মানুষ ভিনদেশী,
আমাদের ওপর ইচ্ছাগুলো চাপিয়ে দাও বড্ডো বেশি;
যখন-তখন আমাদের দাও বলি।
তোমাদের সমাজে আছে বর্ণবিদ্বেষ,
তাই তো, তোমরা চাও শুধু লাল গোলাপকে সবিশেষ;
আমাদের সংসারে ঢুকে পড়ে হিংসা-দ্বেষ।
রক্তে তোমাদের হিটলারী নিধন গর্জে,
ভ্যালেনটাইন ডে তে কুঁড়ি গুলোকেও দাও না যে বাঁচতে;
নিতে পারো তো সেদিন কালো-হলুদ-সাদাকে।
যদি সত্যিই আমাদের ভালোবাসো,
বার্ধক্যে রূপ-রস-গন্ধ-সৌন্দর্য চলে গেলে বুকে টেনে নিও,
এখন বাঁচতে দাও মনমতো।
বসতে দাও মৌমাছি-ভ্রমরদের পাপড়িতে,
ওদের টালমাটাল পায়ে পায়ে জড়ানো পরাগ ছড়িয়ে;
বন্ধুত্ব করতে দাও অন্যের সাথে।