ঘুরছে দেখো
ঘুরছে দেখো
ঘুরছে দেখো মানুষ কত, জীবনযাত্রার এই পথে;
ঘুরছে কেউ একক ভাবে, কেউ বা আবার বন্ধু সাথে |
কেউ ঘুরছে ট্যাক্সি চড়ে, যেথায় খুশি যাচ্ছে কেউ;
ঘুরছে কেউ অসতর্কে, যার ফলেতে জুটছে ফেউ |
ঘুরছে মানুষ আকাশ পথে, জলপথেও ঘুরছে তারা;
পশুপাখিও ঘুরছে কত, ঘুরছে দেখি ছন্নছাড়া |
ক্লান্তি আসায় মাথা কারও ঘোরে নাকি বনবন,
ধাক্কা খেয়ে হুমড়ে পড়ে বাতাস ঘোরে শনশন |
মাথার ওপর ঘুরছে পাখা, ঠান্ডা করছে তপ্ত শরীর;
অনুসন্ধিৎসু চক্ষু কারও ঘুরছে খোঁজে দিক চারির |
ঘুরছে কত বেকার পথে, চাকরি খোঁজে হতাশ হয়ে;
ফেরিওয়ালা ঘুরছে দেখো, রোদ-বৃষ্টি সবই সয়ে |
ঘুরছে হেথা কত কিছুই
ঘুরছে দেখো রাতদিন,
ঘুরছে নীতি কালের চাকা
নিঃশব্দে, সঙ্গীহীন |
