এমন একটা প্রেম হোক
এমন একটা প্রেম হোক


রোজ সকালে চোখ খুলে তোমার মুখ,
এমন একটা প্রেম হোক।
তোমার জট পাকানো চুল আমার মুখে, আমার ঠ্যাং তোমার উপরে,
এমন একটা প্রেম হোক।
অফিসের তারাহুড়োতেও বেরোনোর আগে কপালে ঠোঁটের ছোঁয়া,
এমন একটা প্রেম হোক।
বস আর মিটিংয়ের রেষারেষি তেও, খাবার সময় খোঁজ নেওয়া,
এমন একটা প্রেম হোক।
ক্লান্ত ঘেমো শরীর সন্ধ্যের চৌকাঠ পেরোলেই আরেকজন নিশ্চিন্ত হয়,
এমন একটা প্রেম হোক।
রাতের অগোছালো বিছানায় বুকে রাখা মাথায় হাত বোলানো,
এমন একটা প্রেম হোক।
একজনের লাগলে ব্যাথা আর একজন পায়, একজন হাসলে আরেকজন কারণ হয়,
এমন একটা প্রেম হোক।
বুড়ো বয়সে একে অপরের লাঠি হোক,
সত্যি সত্যি এমনই একটা প্রেম হোক।