STORYMIRROR

Ankur Mukherjee

Tragedy Classics Fantasy

3  

Ankur Mukherjee

Tragedy Classics Fantasy

একটি পালকের কাহিনী

একটি পালকের কাহিনী

1 min
327

শত শত পালকের একখানি কয়

 মূর্খ যে ওরা সব তাই পড়ে রয়,

 আমি যদি ডানা ছেড়ে কভু উড়ে যাই

 পাখিটার আকাশেতে হবে নাকো ঠাই,

 এই ভেবে, মূর্খ সে, ডানা ছেড়ে যায়

 কিছুক্ষণ ভেসে ভেসে ভূমিতে লুটায়;

 মনে ভাবে কভু যদি ফিরে যেতে পারি

 আমি তো হালকা তবু পাখি কত ভারি,

 হওয়ায় শরীর ছেড়ে ওড়ে বারবার

 কপালে না লেখা জয়, লেখা আছে হার।

 আসলে ভাগ্য সেতো লেখা নিজ কর্মে

 কর্মে না করলে, দাগ লাগবে যে মর্মে।।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy