অপ্রেমি ফুল
অপ্রেমি ফুল
দু হাত ভরে শূন্য পাত্রে শূন্য সাজাই শুধু
জানি আমার অঙ্গ জুড়ে একটুও নাই মধু,
পুষ্পকলির প্রণয়ে কী আর প্রজাপতি ধরা দেয়?
সে যে সময় স্রোতে গা ভাসিয়ে জীবনতরী বায়।
পুষ্পকলি পুষ্প হয়ে উঠবে যেদিন ফুটে
পাপড়িগুলো ঝরিয়ে দেবো, স্তবকগুলি কেটে,
ফাগুন হাওয়ায় রুক্ষ হয়ে জ্বলবো অনল আঁচে
শূন্য আমার পূর্ণ হবে এই আশাতেই বেঁচে;
বৃষ্টি জানে আকাশ হতে ঝরে পড়ার দুখ্
এমন ফুল তো ঝরে গেলেই সকলে পায় সুখ।।

