শিউলি ভোর তোমায়
শিউলি ভোর তোমায়
শিউলি ভোর তোমায় দিলাম একটি মিষ্টি নূপুর
শাখা ভরে দাও, পায়ে তুলে যাও, আগমনীর সুর,
ভিজে মাঠ তুমি ছুটে ছুটে যাও নীল অঞ্চল নিয়ে
রত্নের হারে, সাজাবো যে তারে, শরতের মেঘ দিয়ে;
ওহে ঢাঁকি তুমি কাঁধে তুলে নাও ময়ূরপঙ্খী ঢাঁক
নববধূ আসি, নিয়ে মিঠি হাসি, বাজাবে পুজোর শাঁখ।।

