মন কেনো আজ আবর্জনা?
মন কেনো আজ আবর্জনা?
শিশির ভেজায় আকাশ দেখো
জিমূত ভেজায় ঝরনা,
উড়ো মন মোর বলে বারবার
ছুটে গিয়ে তারে ধরনা;
ভিজে-রোদ মাখি গায় সারাদিন
আর শ্রাবণেরে করি বায়না,
মোর চোখের কাজল ওলট পালট
গড়ে দাও মোরে আয়না।
দুর দিগন্তে দেখো সূয্যি
আর খানিক পরেই ডুববে,
আর ওই পার হতে শশী
তার হাসিহাসি মুখ তুলবে,
কালো রঙের শূন্য পাতায়
তারা গুলো নাম লিখবে,
আর চাঁদমামা বসে মাঝটায়
ভুল ত্রুটি সব দেখবে,
কুয়াশার মতো মেঘ সব
ওড়না উড়িয়ে চলবে,
শুকতারা আর ধূমকেতু সব
কানেকানে কথা বলবে।
আর খানিক পরেই এসব ফেলে
যাবো বাসায় ফিরে,
ক্ষুধার্ত মোর দুই ছেলে এসে
ধরবে আমায় ঘিরে;
এমন ভাবে রইবো যেন
বুঝিনি তাদের মানে,
বায়না মেটাতে শূন্য হাঁড়ি
ধরবো তাদের পানে।
~হে সৃষ্টিকর্তা যাদের মন দিলে তাদের ধন দিলেনা...
আর যাদের ধন দিলে তাদের মন দিলে না...
