Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

AJITESH NAG

Abstract

4  

AJITESH NAG

Abstract

আমার রাজত্বে

আমার রাজত্বে

1 min
293


সেদিন আমার হয়তো কিছুই ছিল না,

যেটুকু রাজ্য ছিল সেটুকু সীমানাহীন করে ফেলেছি আজ। 

আমি কর্ষিত জমিতে নিজস্ব পতাকা পুঁততে পারিনি, সেদিন। 

আজ আবার পাখিদের ঠোঁটে ঠোঁট ছোঁয়াবার ইচ্ছে জেগেছে,

আজ আবার মনে হয় এক ডুবে পানিকৌড়ির মতো খুনসুটি করি;  

অথবা সম্পূর্ণ বিপরীতক্রমে বার্তালাপ পলাশ পাখির সাথে।  

তবু অন্তর্বাস ছিঁড়ে বেরিয়ে আসা ইচ্ছে প্রবল, 

ইচ্ছে আমার পানশালা গ্রাম আর আমার শরীরে গভীর হেঁটে যাওয়া। 

অথচ চাঁপা গাছ না হয়ে তুমি ধরে নিলে আমি এখনো বেঁচে আছি।

সেদিন তুমি ছেড়ে গেলে আমি যে কোয়ান্টাম সভ্যতা প্রসব করেছিলাম 

তাতে চারদিকে কানাঘুষো হয়েছিল বিস্তর।

বস্তুত কথায় কিছু যায় আসে না; 

আমার ঠোঁট কাঁপে না। আর;

আমার গাছগুলো আমার সম্মতি ছাড়াই গর্ভবতী হয়। 



Rate this content
Log in