STORYMIRROR

Aksaruzzaman sk

Abstract

4  

Aksaruzzaman sk

Abstract

বাঁচার লড়াই

বাঁচার লড়াই

1 min
429



বাঁচার জন্য যদি লড়তে হয়

আমি রাজি।

 বাঁচার জন্য যদি ধরতে হয়

আমি ধরবো বাজি।

 করবো আমি, লড়বো আমি,

 শুধু বাঁচার আশায়।

 সইবো আমি, বইবো আমি,

 শত ব্যথা হতাশার।

 বুকে আছে বল তবে কেন ছল,

আছে কলমে জোর।

আজকে না হলে কবে কাটবে ধোঁয়াশার ঘোর।

বুকে নিয়ে ব্যাথা আরো নিয়ে কত আঘাত,

সমাজকে,যুবককে বলি উঠো,শক্ত হও নইলে হইবে আরামের ব্যাঘাত।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract