STORYMIRROR

Aksaruzzaman sk

Fantasy

4  

Aksaruzzaman sk

Fantasy

আমি যখন ছোট ছিলাম

আমি যখন ছোট ছিলাম

1 min
307


আমি যখন ছোট ছিলাম

 ডাক্তার হবার ইচ্ছে ছিল বড়

 সুযোগ যখন আসলো ঘরে 

 হাত করলাম জড়ো।

 নরম সুরে মা বললো 

 যাসনে অনেক দূরে

 সমাজ তেমন ঠিক নয় 

 খাবে সবাই ছিঁড়ে।

 দিনের পরে দিন যে যায়

 এখন মুখে শুধু হায়!

 ভেবে আর হবে কি?

 যতই খাই পান্তা, ভাতে ঘি।

 খাচ্ছি যত যাচ্ছে তত 

 যে যায় বলুক, আমি তো আমার মত।

 আরেকটু বড় হলাম আমি

 জিনিস তখন একটু দামি।

 ভাবনা তখন আমায় ঘিরে 

 জানতে চাই করবো কি? 

 আমি এত লোকের ভিড়ে।


 তার পরে একদিন ঘটক এলো

 কিরে, 

করছি কি?


 ওই গ্রামতে 

 মেয়ে দেখছি।

 যদি বলিস রাজি তুই

 দেবে তারা খাল, বিল, আর পুকুর ভূঁই।

 আরো দেবে সাথে গয়না খানেক

 কিরে, আর কি চাস?

 এটাই অনেক।

 দেখতে বল, যাবি কবে?

 এক দেখাতেই বিয়ে হবে।

 দশ বিস জন বরযাত্রী

 ফিরতে হইতো, হবে রাত্রি।

 জীবন তোর ধন্য এখন

 যা কিছু, তা ছিলো পুরোটাই স্বপন।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy