STORYMIRROR

Aksaruzzaman sk

Abstract Fantasy Others

3  

Aksaruzzaman sk

Abstract Fantasy Others

নিখোঁজ

নিখোঁজ

1 min
161

একদিন হারিয়ে যাবো এভাবে দুর কোনো অজানায়,

ভুলে যাবে পৃথিবী হয়ে যাবো অচেনা।

নামমাত্র থাকবে পড়ে

আর যে নেই কিছু এই পরিত্যক্ত শহরে।

কারোর কাছে ভীষণ ভালো,

 আর কারোর বা চোখের বিষ।

এইতো দেখা হলো কালকে 

আর কি বলিস নেই,কেউ মানবে আর হয়তো কেউ মানতে পারবেনা।

সত্যি রে এমনটা তো হবার ছিলনা 

কেউ বা সুধিবে কি হয়েছিল তার

মিনারে ওই ডাক দিবে নামটা তখন লাসে পরিণত,

পরিবার পরিজনে রবে মাথা নত।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract