বিক্রিত আমি
বিক্রিত আমি
আর কিছু হবেনা, দেশের ও দশের
দিন দিন যে খাচ্ছে তারা চেটেপুটে;
কেউ খাচ্ছে রাস্তাঘাট, কেউ খাচ্ছে বাড়ি
মরবে যেদিন তারা যাবে, করে খাটেরও গাড়ি।
তবে কিসের এত লুটপাট
কিসের এত হিসেব
বেয়াক্কেলে সব তাইতো কাটছে সমাজের জেব।
ভাব দেখেতো লাগছে ভারী
লাগবে নারী তারা যে পড়লে শাড়ি।
রাতবিরেতে হিসেব করে ফন্দি আঁটে
সমাজ একটু চাইলে তাদের ভীষণ ফাটে।
আরে সেদিন, করে গাড়ি যাচ্ছে বাড়ি;
বেজায় মুখে যে ভাব
খদ্দের যে মোরা, কিনবে তারা; এটাই তো স্বভাব।
