STORYMIRROR

Aksaruzzaman sk

Inspirational

3  

Aksaruzzaman sk

Inspirational

বেকার জীবন

বেকার জীবন

1 min
110


আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে করছি, দিন যে যাপন

বেকার বলে নেইকো, কেও যে আমার আপন।

বসে বসে দেখছি, স্বপ্ন কত শত  

পূরণ করব বলেই হচ্ছি, অবিরত ক্ষত।

নুন আনতে পান্তা ফুরায়, সয়না পেটে ঘী 

একটা কাজের আসায় আমি, করছি অনেক, আরও কত কী?

বয়স আমার যাচ্ছে গড়ে, নেইকো সময় আর

রাস্তা দিয়ে যাচ্ছি যখন, শুনছি কানে এই বেকার ছেলে কার?

এখন আমার কাছে প্রশ্ন অনেক, নেইকো জানা উত্তর

ভাবতে ভাবতে গড়িয়ে যাবে হয়তো বয়স বাকি সত্তর।

বিন্দু থেকে সিন্ধু এখন, অনেক খানি পথ

যাচ্ছি যখন থামছে তখন, আমার কপাল ভাঙ্গা রথ।

খুজছি আমি কাজ যে এখন,নেইকো অভিজ্ঞতা

বেকার এখন আমি, ফেরত কলকাতা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational