STORYMIRROR

Aksaruzzaman sk

Abstract Romance

3  

Aksaruzzaman sk

Abstract Romance

ভালোলাগে

ভালোলাগে

1 min
186

​যদি জানতে চাও,

কে হও আমার তুমি?

কি উত্তর দিব?---- 

যদি বলি তোমায় দেখতে ভালো লাগে,

 তোমার সাথে থাকতে ভালো লাগে, তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে ভালো লাগে;

তোমার হাতে হাত রেখে পথ চলতে ভালো লাগে। 

আরো জানতে চাও?--- 

যাকে না দেখলে মনটা আনচান করে,

 যার কথা ভাবতে ভালো লাগে,

যার চোখপানে চেয়ে থাকতে ভালো লাগে,

যার কথা ভাবিয়া হয় রাত্রি যাপন - আমিই জানি সে আমার কতই আপন।

যার আলতো হাসিতে আমার ঠোঁটে আসে হাসি,

প্রিয়,একথা সত্য যে,আমি শুধু তোমায় ভালবাসি।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract