শেষ ইচ্ছে
শেষ ইচ্ছে
শেষ ইচ্ছে
আমার হাতে। নেইকো সময়
নেইকো ভালোবাসার ইচ্ছে,
এক পা দু পা করে মূল্যবান সময়টুকু
আমায় কাছে টেনে নিচ্ছে।
বিরহ ব্যথা চায়না পেতে আর
বাঁচিবার তো চাই আরেকটু,
পাছে কি হবে তার।
নিঃশ্বাসের ও নেই যে বিশ্বাস
ছড়িয়ে না পাই,
এ জীবনের আশাটুকু পরজন্মে ও চাই।
