STORYMIRROR

Aksaruzzaman sk

Others

4  

Aksaruzzaman sk

Others

চলো আজ প্রিয়

চলো আজ প্রিয়

1 min
416

বাঁচতে চেয়েছি প্রিয় তোমার হাত ধরে,

পথ চলতে শিখেছি প্রিয় তোমার হাত ধরে।

সপ্ন বুনেছি তোমায় নিয়ে দুর অজানা শহরে,

তোমার কথা ভেবে ভেবে ঘুম ভেঙে যায় ভোরে।

দূর অজানায় ,চেনা জানায় নিজেকে করে দিয়ে বিলীন,

আসমুদ্র হিমাচল,অথৈ জলরাশি সবকিছু মিলমিশে একাকার,

প্রিয় চলনা আজ দূর অজানায় হারায়।


Rate this content
Log in