STORYMIRROR

Manab Mondal

Abstract

4  

Manab Mondal

Abstract

নগেনের রান্না

নগেনের রান্না

1 min
270

বৌ এর সাথে ঝগড়া করে

নগেন গেলো রান্না ঘরে।

রান্না বান্না তেমন কি কাজ

করবে সে সব নিজেই রান্না আজ।

ইউটিউব থাকলে রান্না করা সোজা।

লুচির সাথে কেমন হবে করলে উচ্ছে ভাজা?

ময়দা মাখতে গিয়ে নগেন

দিয়ে ফেলেছে বেশি জল

তাবলে নগেন হারিয়ে ফেলবে কি মনের বল!

ভাত করতে গিয়ে পড়লো ভীষন চিন্তায়

ভাতে কতটা জল কতটা নুন আর চাল দেয়?

এদিকে আছে আরো চিন্তা উচ্ছে ভাজা

রয়েছে কাঁচা, নুন হলুদ দিয়েছে বেশি বেশি।

তাই দেখে নগেনের বৌএর থামছে না আর হাসি।

হঠাৎ তখন নগেনের মাথা গেলো বুদ্ধি খেলে।

রান্না করবে কি করে সে , চুল না বড় না হলে ?

ওই লোকই তো বলে , যে রাধে সে চুল বাঁধে।

তাই রান্না সে করবে কিছু দিন বাদে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract