অভাগা আমার ভালোবাসা
অভাগা আমার ভালোবাসা
আমি তোমার পাথারে ভেসে চলা এক আবর্জনাই বটে,
হৃদয় আমার বদ্ধ দেখো, স্মৃতির সুতোর জটে;
তোমার আচেই আকাশেতে মোর ঘনিয়েছে মেঘ কালো,
তোমার ছায়াই সঙ্গী আমার নেই যে তোমার আলো।
কত বাঁশিই না থেমেছে নিরবে ভাঙাতে এমন ভুল
কত ফাগুনের মাধুরী হারায়ে ঝরেছে ব্যথিত ফুল,
জীবন যতই অশ্রু ঝরাক! তার মূল্য আমার জানা;
তাই তো ব্যথিত ফুলেরে আমি ঝরতে করি মানা।
তোমারেই আমি প্রকৃতি বলেছি, দিয়েছি ফুলের সম্মান
সেই তুমি আজ আঘাতে আঘাতে বিষিয়ে দিয়েছো প্রাণ
জানি এ জন্মে বুঝবে না তুমি অকথিত সেই ভাষা
লাজুক তো নয়, ভীরুই বরং আমার ভালোবাসা।।

