একাকী
একাকী
শাখে শাখে ডাকে পাখি আমার অন্তর আঁখি
দেখে শুধু ; শোনে দুই কানে,
দেবালয়ে শঙ্খ ঘন্টা উতলা করে মনটা
গান ভরে তুলি সুরে তানে ।
অদূরে স্থাবর গিরি বৃক্ষ লতা অঙ্গে ধরি'
একাকী দাঁড়িয়ে নিরজনে,
নেই জাত কুল ধর্ম শরীরে বিলোল চর্ম
মর্মভেদী অস্থিরতা মনে ।
নেই প্রাণ নেই কথা নেই প্রেম চঞ্চলতা
আছে শুধু স্তব্ধ কলেবর,
কালান্তর সাক্ষ্য তার বক্ষে কল্লোলিনী ভার
একান্তে ধরেছে যুগান্তর ।
একা একা আজো ঘুরি পাখনাবিহীন উড়ি
একা কোন মায়া জোছনায়,
অশক্ত জীবন মোর আসক্তিতে ঘনঘোর
বাদল মেঘের দ্যোতনায় ।
যখনি এ মন চায় পক্ষ মেলি' উড়ে যায়
হা-হুতাশ হুতাশন লক্ষ্যে ,
সঙ্গ দিতে গিরিরাজে জীবন চর্চার সাজে
কেমনে সে ধরে রয় বক্ষে।

