STORYMIRROR

Manik Chandra Goswami

Classics Inspirational

4  

Manik Chandra Goswami

Classics Inspirational

এই পৃথিবীতে

এই পৃথিবীতে

1 min
8

এই পৃথিবীতে 

মানিক চন্দ্র গোস্বামী


পৃথিবীতে সুখের সাথে দুঃখও আছে, নাইকো পরিত্রান,

ক্রোধ আছে, ক্ষমাও আছে,আছে অভিমান।

ঘৃণা আছে, মায়াও আছে, জীবনের সার,

প্রেম আছে, বিচ্ছেদও আছে, জগৎ চমৎকার।

হাসি আছে, কান্না আছে, ঠাট্টা পরিহাস,

ঐশ্বর্য্য, পরাক্রমের রয়েছে ইতিহাস।

যুদ্ধ আছে, শান্তিও আছে, আজব সংসার,

উত্থান আছে, পতন আছে, উথাল পারাবার। 

যুক্তি আছে, তর্ক আছে, আপন কিংবা পর,

রাজা আছে, রাজ্যও আছে, বাঁধন ছাড়া ঘর।

বিত্ত আছে, অভাব আছে, ঘুরছে নিশাচর,

সাগর আছে, মরুও আছে, আছে বালুর চর।

ত্যাগ আছে, গ্রহনও আছে জটিল ধরাধামে,

পূণ্য পাপের মাপকাঠিতে, বিচার গোলোকধামে।

শিক্ষা আছে, দীক্ষা আছে, মানুষ হওয়ার ব্রত,

বল আছে, বুদ্ধিও আছে, ক্রোধ নয় সংযত।

প্ররোচনা আছে, চেতনাও আছে, নিয়মের বেড়াজাল,

হতাশার সাথে প্রত্যাশা আছে, নতুন প্রভাত কাল।

বিশ্বাস আছে, সন্দেহ আছে, দোলাচলের জীবন,

বুনিয়াদ আছে, স্বপ্নও আছে, বিস্ময় ভরা ভুবন।

মানুষের ভিড়ে অমানুষ আছে, বোধশক্তি হীন,

ভালোর সাথে মন্দ মিশে রইবে চিরদিন।  


Rate this content
Log in

Similar bengali poem from Classics