দুই পারের কাব্য
দুই পারের কাব্য
ওপারের নীরবতা তখন
তোমার খেয়াল,
এপারের শীতলতা আমায়
করেছে আড়াল,
ওপারের শব্দগুলো
নিয়েছে ছুটি,
এপারের হাজারো কথা
যেন ফুলঝুরি,
ওপারে কুয়াশা মাখা আবছা
শীতের ভোর,
এপারে কুয়াশা ভেঙে তখন
হালকা রোদ,
দুপারেতেই ইচ্ছেগুলো করে যে
আড়ি ভাব,
রৌদ, বৃষ্টির মধ্যে চলা
জীবনের স্বাভাব।।
ওপারে ছিলো প্রেম
হৃদয় মাঝে বাঁধা,
এপারের অবুঝ মন
অন্য সুরে সাধা,
ওপারের শান্ত জীবন
চলে পথ মেপে,
এপারের ঝড়ো গতি
জীবন ওঠে কেঁপে,
দুপারেতেই ঝড়-বাদল
আসে আর যায়,
প্রেম শুধু জেগে থাকে
জীবন সীমানায়।
এপারের জীবন এখন
শান্ত মধুর,
ওপারের জীবন কি আজ
বেদনা বিধূর?
কিসের টানে ওপার আজো
থাকে প্রতিক্ষায়,
ওপারের নীরবতা বুঝি
এপারকেও কাঁদায়।
দুপারের নিরবতা আজ
অনেক কথা কয়,
ভালোবাসার ফল্গুনদী
এপার- ওপার বয়।।