দোলের প্রেম
দোলের প্রেম
1 min
437
এসো এসো ছুটে আহা আজ এই বসন্তে
রঙের দোলায় আমায় দোলাতে।
এসো এসো ছুটে।।
ওগো চঞ্চল মন উদ্ভিগ্ন নয়ন
রঙের নেশায় খোঁজে তোমায় সারাক্ষণ,
এসো গো এসো গো আমার বসন্ত রঙিন করতে
এসো এসো ছুটে।।
নাই বা পায়ে নূপুর পরলে
নাই বা মাথার কেশ বাঁধলে,
যেমন আছো তেমন সাজে
এসো এসো আমার এই দোলে।
দোলপূর্ণিমার এই জ্যোৎস্নারাতে -
তোমার হাতের রঙ লাগাতে,
এসো এসো ছুটে।