STORYMIRROR

Dipankar Saha Deep

Classics Inspirational Others

4  

Dipankar Saha Deep

Classics Inspirational Others

কেমন আছো গো মা

কেমন আছো গো মা

1 min
324

কেমন আছো গো মা

     সার্থকবর সন্তানদের পদ তলে।

কেমন আছো গো মা

      ভিন্ন শ্লোগানের ভিন্ন ভিন্ন দলে।। 


কী করছো গো মা  তোমারি সন্তানদের 

     রেষারেষি টানাটানির জাঁতাকলে।।

কী বা হাল তোমার মা উদীয়মান নবীন -

     জাতক জাতিকাদের কোলাহলে।। 


কতটা সুখে আছো গো মা 

     নতুন ভোরের নতুন হোমানলে।।

কতটা হাঁসি ফোঁটে গো মা তোমার

         নব ভারতের কর্ম উজ্জ্বলে।। 


কী উপলব্ধি করছো গো মা

       শিক্ষিত সমাজের শিক্ষা বলে।

কতটা উন্নতি হচ্ছে গো মা

       দুপদী প্রাণীদের নানান ছলে।। 


কতটা মুক্তি অনুভব করছো গো মা

        তোমারি সন্তানদের সৃষ্ট শৃঙ্খলে।

কতটাই বা অর্জন করছো মা

   দরিদ্র অসহায় সন্তানদের উৎপাদিত ফলে।। 


কতটা সন্মান পাচ্ছো গো মা

        বিশ্ব দরবারের শ্রেষ্ঠ যোগ্যশলে

কতটাই বা স্বপ্ন বপন করছো মা

          বর্তমান যুগের অন্দরমহলে।।

                  -দীপঙ্কর সাহা (দীপ)


Rate this content
Log in

Similar bengali poem from Classics