*এমন দিনে তারে বলব*
*এমন দিনে তারে বলব*


এমন দিনে তারে বলব
এমন বসন্তের অনুরণনে,
যে কথা এ জীবনে
রয়ে গেল চির অন্তরে-
সে কথা আজ প্রকাশ করব
এমন দিনে মনোদ্বার খুলব।।
মলয় সমিরণ বইবে তখন
বিজন বিরল চৌ-ধার,
দুজনে মিলন সুখে সুখী-
গভীর প্রেমের আবদ্ধে হব বন্দী।
কাননে কাননে ফুটবে কুসুম
কুঞ্জ বনে দুজনে দুজনার প্রেমে বিভোর
প্রেম ভরা আঁখির সুধা দিয়ে
দুজন দুজনার হৃদয়ের কথা করবো অনুভব
মিছে হবে জগতে আছে যা সব।।
মিছে হবে জগত ও সমাজ
মিটে যাবে দূরাশার স্বপন
দুজনে মুখোমুখি, গভীর পিপাসায়-
লোকলজ্জার ভয় সব ভুলি।
এমন দিনে তারে শুনাব
যে কথা সদা ভেবেছি একাকী ঘরে,
কথার জ্বলে গম্ভীর স্বরে
মনের ভার সব আজ প্রকাশি
এমন দিনে তারে বলব।।