অন্তরস্বত্তা
অন্তরস্বত্তা


আর রেখো না ঘুমের ঘোরে,
এবার আমায় দেখতে দাও এই জগতটাকে।
এই জগতের মাঝে-
নিজেকে আমায় দেখতে দাও- দাও গো।।
জীবন যদি দিলে
তবে তার উপভোগ করতে দাও।
তার অর্থ আমায় বুঝতে দাও- দাও গো।।
জানি না তো এ কেমন মোহ কাড়া,
আপন বলে আপনার মাঝে-
চিরকাল গড়ে তুলল বন্দি শালা।
অন্ধকারে জমল ধূলা
চিরজনম শূন্যতারে খোঁজা- হাই রে,
যাহা আছে আমার জীবনে
তাহার মূল্য আমায় বুঝতে দাও- দাও গো।।