জীবনের উদ্দেশ্য
জীবনের উদ্দেশ্য


অজানাকে জানাই আমার জীবনের সাধনা,
এই জ্ঞানের সাগরের একবিন্দু
জ্ঞানের জল পান করে -
আমার অজানার পিছনে ছোটা।।
নিজেকে যতই মহান ভাবি না কেন
খুদ্র আমি তা আমি সদাই রব-
খুদ্র বলে নয় কো তুচ্ছ নয় কো অবহেলার পাত্র।।
জ্ঞানের সাগর পারি দেব, এই আমার আশা
জানি এই বিশাল সমুদ্রে আমি সদা হব পথ হারা।
পারবো না কো পারি দিতে -
পারবো না এই বিপুল তরঙ্গের সমান হতে,
তবুও আমি ধাইবো অজানা পথে
অজানাকে অর্জনে।