দেখেছি তারে পথের ধারে
দেখেছি তারে পথের ধারে


যেতে যেতে দেখেছি তারে, পথের ধারে
তুলনা হীন রে তুলনা হীন রে।
দেখেছি তারে পথের ধারে যেতে যেতে।।
চেয়েছি জীবনে বারে বারে তারে-
কুসুম দেশেতে লহরী গাত্রে
কেমন আকুলতা হৃদিমাঝারে
দেখেছি তারে পথের ধারে যেতে যেতে।।
রহিতে দেয় না ঘরে যায় যে হিয়া বাহিরপানে
আবার যদি পাই পথে বলব মনের কথা তারে।।
তাহার অপরূপ রূপে মুগ্ধ আমার চিত্ত -
মিছে হয় কুসুম সুবাস, তুচ্ছ হয় সন্ধ্যার মেঘমল্লার,
তাহার সমতুল্য কিছু নহে রে,
পুর্ণ হবে আমার জীবন তাহারে পেলে।
দেখেছি তারে পথের ধারে যেতে যেতে ।।